বুধবার রাতে কলকাতায় এলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দু'দিনের রাজ্য সফরে এসেছেন তিনি। বুধবার রাত ৯ টা ৫ মিনিট নাগাদ তিনি কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছান। রীতিমতন ঢাক-ঢোল পিটিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির নেতা ও মন্ত্রীরা। সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায়, কৈলাশ বিজয় বর্গীয়, দিলীপ ঘোষ। আর এই রাজ্যে পা দিতে না দিতেই বিপদ। বিমান বন্দর থেকে বেরোনোর সময় সেখান থেকে ১৫০ মিটারের মধ্যে আচমকাই আগুন লেগে যায়। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে সেই আগুন নেভায়। এছাড়াও তাঁর এরাজ্যে আসতে না আসতেই এক গুচ্ছ নালিশ তাঁর কাছে। বিচারের আশায় অমিত শাহ -র কাছে নালিশ জানিয়েছেন মদনের পরিবার। প্রসঙ্গত, এই মদনকেই পুলিশ তুলি নিয়ে গিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছিল। আর সেই মদনের পরিবারকেই ওই দিন দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে। যা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এ রাজ্যের প্রশাসনকে। সেই সঙ্গেই আবারও উঠে এল নাগরিকত্ব আইনের কথাও। সব মিলিয়ে এক রকম যেন তিনি অভিযোগ শুনতেই বাংলায় এসেছেন। কলকাতায় তাঁর বেশ কয়েকটি বৈঠকের কথা রয়েছে। এছাড়াও অনেকের সঙ্গেই তিনি দেখাও করবেন বলে জানা গিয়েছে।