বাংলা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই দিন থেকেই একরকম সাজো সাজো রব গোটা বাংলায়। বিমানবন্দর রীতিমতন ঢাক-ঢোল পিটিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। ৪ তারিখ বুধবার কলকাতায় পা রাখেন তিনি। রাতটা কলকাতায় কাটিয়েই ৫ তারিখ বৃহস্পতিবার কলকাতা থেকে সোজা বাঁকুড়ায় যান তিনি। বৃহস্পতিবার সেখানেই আদিবাসী বাড়িতে মধ্যহ্ন ভোজন সারেন। তবে শক্রবার কলকাতাতেই কাটালেন পুরো দিন। প্রথমে বিএসএফ -এর সঙ্গে মিটিং সেরে তার পর সেখান থেকে চলে যান দক্ষিণেশ্বর মন্দির। তার ফিরে যান পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি। এছাড়াও তাঁর গল্ফ ক্লাবে যাওয়ার কথা ছিল ও ইজেডসিসি -তে। পরে নিউটাউনে তাঁর মধ্যাহ্নভওজন সারার কথা ছিল। তবে তার আগে মতুয়া সংঘের মন্দির দর্শনের কথা ছিল। আর সেই মতই মতুয়া সংঘের মন্দিরে দেখা গেল তাঁকে। তার পর সেখান থেকে তিনি চলে যান বিজেপি কর্মী নবীন বিশ্বাসের বাড়িতে। সেখানেই তিনি তাঁর মধ্যাহ্ন ভোজন সারেন। সেখানে একেবারেই ঘরোয়া আয়োজন ছিল তাঁর জন্য। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এই আয়োজন করতে পেরে খুশি পরিবারের সকলেই।