পরিষেবা পাওয়া যাচ্ছে না চারদিন ধরে। ভেঙে পড়ছিল চিকিৎসা পরিষেবা। মমতা বন্দোপাধ্যায়ের কথাতেও কাজ হয়নি। তিনি ফিরে গেলেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি জারি রেখেছেন। এবার তাদের বিরুদ্ধে আক্রমণ চালাল বহিরাগতরা। বাইরে থেকে ছুঁড়ে মারা হল ইঁট, বোতল। অভিযোগের তীর রোগীর পরিবারের দিকে। গোটা এলাকাকে ঘিরে ফেলেছে পুলিশরে বিরাট বাহিনী। প্রশ্ন উঠতে শুরু করেছে শুধুই কি রোগীর আত্মীয়রা রয়েছেন এই আক্রমণকারীদের মধ্যে? আন্দোলনকারীদের দাবি, বহিরাগতরাও ঢোকার চেষ্টা করছেন।