আলিপুর চিড়িয়াখানায় এয়েছে এক নতুন সদস্য। জেব্রা পরিবারে এয়েছে নতুন সদস্য। মা জেব্রা অনন্যা জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। ২০ নভেম্বর জন্ম হয় জেবরাটির। মা এবং বাচ্চা দু'জনেই ভালো আছে।
শীতকাল মানে চিড়িয়াখানায় ভিড়। শীতের রোদ গায়ে মেখে সবাই ছুটির দিনে চিড়িয়া খানায় ভিড় জমায়। কচিকাচা থেকে বড় ভিড় দেখা য়ায় সেখানে। এবার চিড়িয়াখানায় গেলেই দেখা হতে পারে সেখানকার এক নতুন সদস্যর সঙ্গে। আলিপুর চিড়িয়াখানায় এয়েছে এক নতুন সদস্য। জেব্রা পরিবারে এয়েছে নতুন সদস্য। মা জেবরা অনন্যা জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। ২০ নভেম্বর জন্ম হয় জেব্রাটির। মা এবং বাচ্চা দু'জনেই ভালো আছে। এবার চিড়িয়াখানায় গেলে দেখা যাবে এক খুদে জেব্রাকে। সেই সঙ্গেই শীতের শুরুতেই সেজে উঠছে চিড়িয়াখানা। পাশাপাশি আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিষ সামন্ত জানান, চিড়িয়াখানায় যে সকল পশুপাখিদের ঘর রয়েছে সেগুলো উন্নত করা হচ্ছে চিড়িয়াখানাকে আরও সুন্দর করে তোলা হচ্ছে। শিম্পাঞ্জির ঘর থেকে শুরু করে জিরাফের ঘর এইসবগুলোই আরও উন্নত করা হচ্ছে।