বিজেপিতে মোহভঙ্গ হয়েছে। কয়েকদিন আগে ভাইফোঁটা নিতে বান্ধবীকে নিয়ে সটান কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন। তাহলে ফের তৃণমূল কংগ্রেসের ফিরছেন শোভন চট্টোপাধ্যায়? জল্পনা উসকে দিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকাশভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'পার্থ চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিনের সহকর্মী। তাঁদের মধ্যে কথা হবে না কেন? শোভনবাবুর ধমনীতে রাজনীতি বইছে। একটু অপেক্ষা করুন জানতে পারবেন।' শুধু তাই নয়, বিজেপির সঙ্গে যে এখন তাঁরও কোনও সম্পর্ক নেই, সেকথা জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।