বিগত ৫ বছরের মত এবারও রাজ্য সরকারের উদ্যোগে সল্টলেকের নলবন ফুড পার্কে শুরু হয়ে গেল বেঙ্গল ফিস ফেস্ট বা বাংলার মৎস্য উৎসব । তিন দিন ধরে চলবে এই উৎসব। শেষ হচ্ছে ১২ জানুয়ারি। উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও।
বিগত ৫ বছরের মত এবারও রাজ্য সরকারের উদ্যোগে সল্টলেকের নলবন ফুড পার্কে শুরু হয়ে গেল বেঙ্গল ফিস ফেস্ট বা বাংলার মৎস্য উৎসব । তিন দিন ধরে চলবে এই উৎসব। শেষ হচ্ছে ১২ জানুয়ারি। উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও।
এই মৎস্য উৎসবে রয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল। যেখানে মিলছে রকমারি রকমের মাছেরপদ। এছাড়া রয়েছে পিঠেপুলি ও মিষ্টির দেদার আয়োজন। এবছর মঋস্য উৎসবে স্টল দেওয়া হয়েএছ ১০০টি। নানারকম খাবারের পাশাপাশি মৎস্য চাষি ও সমবায়গুলির জন্য রয়েছে আলোচনা সভার আয়োজন।