সোমবার সকাল থেকেই বনধের সমর্থনে বামেদের অবরোধ। সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় রাস্তা অবরোধ। যাদবপুরে সুকান্ত সেতুর উপর রাস্তা অবরোধ। কলেজ স্ট্রিটে বাম কর্মী-সমর্থকদের মিছিল। হাজরার মোড়ে বাম কর্মী-সমর্থকদের ব়্যালি। ধর্মতলায় বনধ সমর্থনকারীদের বিক্ষোভ ও ব়্যালি।
সোমবার সকাল থেকেই বনধের (Bandh) সমর্থনে বামেদের অবরোধ। ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘন্টার ভারত বনধ (Bharat Bandh)। বনধের প্রথম দিনেই প্রভাব পড়েছে বহু জায়গায়। ভারত বনধের জেরে দুর্ভোগ যাত্রীদের। সপ্তাহের প্রথম দিন হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় রাস্তা অবরোধ। যাদবপুরে সুকান্ত সেতুর উপর রাস্তা অবরোধ। যাদবপুরে রাস্তার মাঝে বসে পড়ে বিক্ষোভ দেখান বনধের সমর্থকরা। কলেজ স্ট্রিটে বাম কর্মী-সমর্থকদের মিছিল করতে দেখা যায়। একই ছবি দেখা যায় ধর্মতলায়ও। সেখানেও রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। হাজরার মোড়েও বাম কর্মী-সমর্থকদের ব়্যালি দেখা যায়। ধর্মতলায় বনধ সমর্থনকারীদের বিক্ষোভ ও ব়্যালি। কলকাতার বাইরেও জেলায় জেলায় সকাল থেকেই বনধের ছবি ধরা পড়ে। হওড়াতেও স্টেশান চত্বরে সকাল থেকেই গাড়ি কম থাকায় ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। সাঁতরাগাছিতে রাস্তায় টায়ার জ্বেলে চলতে থাকে বিক্ষোভ।