পুরভোট ঘিরে বিধাননগরে একাধিক জায়গায় উত্তেজনা। বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার। ভুয়ো ভোটার ধরেন বিজেপি প্রার্থী মলি পাল। মর্নিং ওয়াক করতে এসেছি, দাবি ভুয়ো ভোটারের।
পুরভোট ঘিরে বিধাননগরে একাধিক জায়গায় উত্তেজনা। বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার। ভুয়ো ভোটার ধরেন বিজেপি প্রার্থী মলি পাল। মর্নিং ওয়াক করতে এসেছি, দাবি ভুয়ো ভোটারের। প্রসঙ্গত, শনিবার সকাল থেকে ৪ জায়গায় চলছে বিধানসভা নির্বাচন। বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোলে ভোট। সাকালের দিকে শান্তিপূর্ণ ভোট হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় অশান্তির ছবি উঠে আসতে শুরু করে। বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডের এফডি ব্লকের এটিআই-এর বুথে ভুয়ো ভোটার ধরা পড়েন বিজেপি প্রার্থী মলি পাল-এর হাতে। লাইন থেকে বের করে দেওয়ার সময় ভুয়ো ভোটারের দাবি, 'মর্নিং ওয়াক করতে এসেছি।' একাধিক জায়গায় ভুয়ো ভোটেরও অভিযেগ এসেছে। এমনই ছবি ধরা পড়েছে বিধাননগর ৩১ নম্বর ওয়ার্ডের মৌলানা আজাদ কলেজের বুথে। সেখানে শৌচাগারে এক ভুয়ো ভোটার ঢুকে পড়ার অভিযোগ। 'সুইমিং পুলে টয়লেট করতে এসেছি', দাবি ভুয়ো ভোটারের। নিজের মুখেই ভুয়ো ভোটার জানান সুইমিং পুলে তিনি টয়লেটে এসেছিলেন।