কিছু দিন আগেই কলকাতায় দেখা গিয়েছিল বিমল গুরুং -কে। এবার কলকাতায় বিনয় তামাং ও অনিক থাপা। মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন তাদের। ৩ তারিখ অর্থাৎ মঙ্গলবার তাঁদের নবান্নে বৈঠকের কথাও আছে আর সেই কারণেই কলকাতায় এসেছেন তাঁরা। প্রসঙ্গত, বেশ কয়াক বছর কোনও খবর ছিল না বিমল গুরুং -এর। কিছু দিন আগে সেই বিমল গুরুংকেই দেখা যায় কলকাতায়। মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা যায় তাঁকে। আর তার পরে পাহাড়ে একরকম অশান্তি শুরু হয়েগিয়েছে। আর সেই অশান্তি সামাল দিতেই নবান্নে এই বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে সব ঝামেলাই মিটিয়ে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তবে সেই সঙ্গেই পাহাড়ের শান্তি ও উন্নয়নের কথাও ভাবছেন তিনি আর সেই কারণেই এই বৈঠকের মধ্যে দিয়ে সব কিছু মিটমাট করে নিতে চাইছেন তিনি।