রামপুরহাট কাণ্ড নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠেছে ঝড়। মঙ্গলবার বেলার দিকে রামপুরহাটের উদ্দেশে রওনা দেন। রামপুরহাট যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ। দুটো ঘটনা আলাদাও হতে পারে, জানিয়েছেন ফিরহাদের।
রামপুরহাট (Rampurhat) কাণ্ড নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠেছে ঝড়। মঙ্গলবার বেলার দিকে রামপুরহাটের উদ্দেশে রওনা দেন। রামপুরহাটের ঘটনার তীব্র নিন্দা করতে শোনা গিয়েছে বিজেপি (BJP) থেকে শুরু করে সিপিএমকে (CPM)। মানুষ বাংলায় কতটা সুরক্ষিত সেই নিয়েও উঠে আসছে প্রশ্ন। রামপুরহাট যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ। দুটো ঘটনা আলাদাও হতে পারে, জানিয়েছেন ফিরহাদের। ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। অন্যদিকে এমডি সেলিম (MD Selim) জানান, কেউ বাঁচবে না। সাধারণ মানুষকে ঘুরে দাঁড়ানোর কথা বলেন তিনি। 'তৃণমূল (Trinamool) তৃণমূলকে খুন করছে', বললেন সেলিম। নওশাদ সিদ্দিকীও (Nousad siddiqui) এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। 'সিট গঠন করে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে'। সিট গঠন করে আই ওয়াশ করা হচ্ছে, দাবি নওশাদের।