রামপুরহাট কাণ্ডে মোট ৮ জনের মৃত্যু, জানালেন রাজ্য পুলিশের ডিজি। ১৩ জনের মৃত্যু হয়নি বলেই সাফ জানালেন মনোজ মালব্য। বেসরকারি সূত্রে তৃণমূল উপপ্রধানকে ধরে ১৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে এর মধ্যে ১০ জন মহিলা ২ জন শিশু।
রামপুরহাট (Rampurhat) কাণ্ডে মোট ৮ জনের মৃত্যু, জানালেন রাজ্য পুলিশের ডিজি। ১৩ জনের মৃত্যু হয়নি বলেই সাফ জানালেন মনোজ মালব্য (Manoj Malviya)। বেসরকারি সূত্রে তৃণমূল (Trinamool) উপপ্রধানকে ধরে ১৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে এর মধ্যে ১০ জন মহিলা ২ জন শিশু। কিন্তু রাজ্য পুলিশের (West Benagl police) ডিজিপি তৃণমূলের উপপ্রধান ছাড়াও মোট ৮ জনের মৃত্যুর কথা ২২ মার্চ দুপুর বেলা নিশ্চিত করেন। তিনি জানান তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের পর বগটুই গ্রামে যে সাত থেকে আটটি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে, সেখানে একটি বাড়ি থেকে ৭ জনের মৃত দেহ উদ্ধার করা হয়। এছাড়াও তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে একজনের মৃত্যু হয়। ডিজিপি মনোজ মালব্যর দেওয়া তথ্য অনুযায়ী বড়শাল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধান ছাড়াও আরও আট জনের মৃত্যু হয়েছে। তিনি ১৩ জনের মৃত্যুর খবরকে কোনওভাবেই নিশ্চিত করেননি।