২৪ ঘণ্টাও কাটল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থাকাণ্ডে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। যাদবপুর থানায় অভিযোগ দায়ের করতে এলেন অগ্নিমিত্রা পল ও জয়প্রকাশ মজুমদার। থানা থেকে বেরিয়ে বিজেপির নেতা বলেন, একটা গণতান্ত্রিক আলোচনা চক্রে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পল অংশ নিতে এসেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এই আলোচনার অনুমতি দিয়েছিল। সেখানে যেভাবে মন্ত্রী ও নেত্রীকে হেনস্থা হতে হয়েছে, তা কখনওই কাম্য নয়।