যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থাকাণ্ডের প্রতিবাদে পথে নামল বিজেপি। মিছিল থেকে অগ্নিমিত্রা পল বলেন,তিনিও যাদবপুর থেকেই এমবিএ পাশ করেছেন। কিন্তু যেভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে তাতে হতবাক হয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে একজন মহিলার শাড়ি ছিঁড়ে ফেলা হল। তাঁর শ্লীলতাহানি করা হল। সবার সামনে কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা করা হল। তা সত্যিই নিন্দনীয়। বিজেপি এর তীব্র প্রতিবাদ জানায়। এর সমস্ত ফুটেজ মিডিয়ার কাছে রয়েছে।