সংসদের উভয় কক্ষের বাধা পার করেছে নাগরিকত্ব বিল। এখন স্রেফ রাষ্ট্রপতি স্বাক্ষরের অপেক্ষা। নাগরিকত্ব বিল বা সিএবি-কে স্বাগত জানালেন বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, কয়েক প্রজন্ম ধরে ভারতের নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন দেখছে হাজার বাঙালির উদ্বাস্তু পরিবার। তাঁদের স্বপ্নকে সফল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অসমে যেভাবে বিলের বিরোধিতা করা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এ রাজ্যেও নাগরিকত্ব বিলের বিরোধিতা করার জন্য তৃণমূল, সিপিএম-সহ বিরোধীদের কটাক্ষ করেছেন তিনি। দিলীপ ঘোষের সাফ কথা, এ রাজ্যে যারা নাগরিকত্ব বিলের বিরোধিতা করছে, তারা বাঙালি বিরোধী।