সুপ্রিম কোর্টে রাহুল গান্ধির বিরুদ্ধে রাফাল রায় যেতেই এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে সরব হল বিজেপি। রাজ্যে কংগ্রেসের সদর দফতর বিধানভবনে কালি মাখিয়ে ছিঁড়ে ফেলা হল রাহুল গান্ধির ফ্লেক্স। রাহুল মিথ্য়েবাদী বলে তাণ্ডব চালাল বিজেপির কর্মী সমর্থকরা।
সুপ্রিম কোর্টে রাহুল গান্ধির বিরুদ্ধে রাফাল রায় যেতেই এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে সরব হল বিজেপি। রাজ্যে কংগ্রেসের সদর দফতর বিধানভবনে কালি মাখিয়ে ছিঁড়ে ফেলা হল রাহুল গান্ধির ফ্লেক্স। রাহুল মিথ্য়েবাদী বলে তাণ্ডব চালাল বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশের সামনেই বিক্ষুব্ধ বিজেপির লোকজন প্রথ্মে রাহুল গান্ধির ছবিতে কালি মাখিয়ে দেন। পরে এক একে করে ছিঁড়ে ফেলা হয় রাহুলের পোস্টার। লোকসভায় রাফাল চুক্তিতে ভর করেই মোদী বিরোধিতায় নেমেছিলেন রাহুল গান্ধি। চৌকিদার চোর হ্যায় স্লোগান তুলেছিলেন সুপ্রিম কোর্টেকে হাতিয়ার করে । অথচ সেই সুপ্রিম কোর্টই জানিয়ে দিয়েছে, শীর্ষ আদালতকে কোট করে মোদীর বিরুদ্ধে মন্তব্য করা ঠিক হয়নি। ইতিমধ্যেই যার জন্য সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়ে নিয়েছেন এই কংগ্রেস নেতা। বিজেপি নেত্রী মীনাক্ষী লেখির সুপ্রিম কোর্টে এক আবেদনের ভিত্তিতে শীর্য আদালতে বলেছে, ভবিষ্যতে মন্তব্য করতে গিয়ে আরও সতর্ক হওয়া উচিত রাহুলের।