আলিপুর আদালতে পামেলা গোস্বামী-কে পেশ। আদালতে ঢোকার পথে রাকেশ সিং-এর নাম নিলেন। পামেলার অভিযোগ রাকেশ সিং তাঁকে ফাসিয়েছেন। রাকেশ সিং এই মুহূর্তে বিজেপি-এর অন্যতম নেতা। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পামেলা। পামেলাকাণ্ডে তীব্র কটাক্ষ ফিরহাদ হাকিমের। ফিরহাদ জানিয়েছেন, কোনও সুস্থ মানুষ বিজেপি করে না। ফিরহাদের মন্তব্য কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি।