সিইএসসি-র বিদ্যুৎ মাশুলের প্রতিবাদে নামলে এদিন ভিক্টোরিয়া ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ। আলাদা করে ব্যারিকেড বানায় পুলিশ। কিন্তু বিশাল যুবমোর্চার সামনে মিছিল আটকাতে বেগ পেতে হয় পুলিশকে। এক সময় দেখা যায়,ব্যারিকেড টপকে ঢুকে পড়ছে বিজেপির কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান চালায় পুলিশ। জলের তীব্রতায় বুকে আঘাত পান বেশ কয়েকজন বিজেপি কর্মী। রক্তাক্ত অবস্থায় এক বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। বিজেপি যুব মোর্চার অভিযোগ,মিছিল ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে পুলিশ। চালানো হয়েছে কাঁদানে গ্যাস। যদিও গুলি চালানোর ঘটনা ঘটেনি বলেই পুলিশ সূত্রে খবর।