বউবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি এবার ৫২১ বছরে পা দিল। সেই সময় এটি ছিল হোগলা বোন এবং আদতে এটি ছিল একটি শিব মন্দির। পরবর্তীকালে কবিয়াল অ্য়ান্টনি ফিরিঙ্গি এখানে মা কালী প্রতিষ্ঠা করেন। শ্রীমন্ত পণ্ডিতের হাত ধরে পঞ্চমুন্ডির বেদীতে এখানে সিদ্ধেশ্বরী কালীমূর্তি প্রতিষ্ঠিত হয় ।
বউবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি এবার ৫২১ বছরে পা দিল। সেই সময় এটি ছিল হোগলা বোন এবং আদতে এটি ছিল একটি শিব মন্দির। পরবর্তীকালে কবিয়াল অ্য়ান্টনি ফিরিঙ্গি এখানে মা কালী প্রতিষ্ঠা করেন। শ্রীমন্ত পণ্ডিতের হাত ধরে পঞ্চমুন্ডির বেদীতে এখানে সিদ্ধেশ্বরী কালীমূর্তি প্রতিষ্ঠিত হয় । প্রথম থেকেই মায়ের আসনকে এখানে ছুঁতে দেওয়া হয় না। কালীপুজোর রাতে বিশেষ চণ্ডী পাঠ করা হয় নিরামিষ ভোগের খিচুড়ি পোলাও ও রাবড়ি দেওয়ার রীতি চলে আসছে প্রথম থেকে। পরিবেশ দূষণ রুখতে এ বছর মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হয়েছে।