দুর্গাপিতুরি লেন, স্যাঁকরাপাড়া লেন - বউবাজারে মেট্রোর সুড়ঙ্গ কাটার জেরে পর পর দুদিন দুটি বাড়ি সম্পূর্ণ ভেহে পড়েছে। হেলে রয়েছে আরও বেশ কয়েকটি। মাত্র ১০ মিনিটের নোটিশে সর্বস্ব ছেড়ে চলে আসতে। ভিটে গিয়েছে, তার নিচে চাপা পড়ে আছে যাবতীয় কিছু। সব হারিয়ে প্রায় পথে বসার জোগার বাসিন্দাদের। এই অবস্থায় চোখের জল ধরে রাখতে পারছেন না কেউ। বলছেন, এতদিনের বাড়ি যেন তাঁদের হাতছানি দিয়ে ডাকছে, বলছে আমাকে তোরা বাঁচা।
দুর্গাপিতুরি লেন, স্যাঁকরাপাড়া লেন - বউবাজারে মেট্রোর সুড়ঙ্গ কাটার জেরে পর পর দুদিন দুটি বাড়ি সম্পূর্ণ ভেহে পড়েছে। হেলে রয়েছে আরও বেশ কয়েকটি। মাত্র ১০ মিনিটের নোটিশে সর্বস্ব ছেড়ে চলে আসতে। ভিটে গিয়েছে, তার নিচে চাপা পড়ে আছে যাবতীয় কিছু। সব হারিয়ে প্রায় পথে বসার জোগার বাসিন্দাদের। এই অবস্থায় চোখের জল ধরে রাখতে পারছেন না কেউ। বলছেন, এতদিনের বাড়ি যেন তাঁদের হাতছানি দিয়ে ডাকছে, বলছে আমাকে তোরা বাঁচা।