বুলবুলের প্রভাবে শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহরে। শনিবার সকালেও সেই বৃষ্টি মাথায় নিয়েই ঘুম ভেঙেছে কলকাতার। একনাগাড়ে হয়ে চলেছে বৃষ্টি। ক্রমেই ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। এই অবস্থায় শুনশান কলকাতার পথঘাট। শুক্রবার রাত থেকেই ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে বাবুঘাটে। বাবুঘাটে নোঙর করে রাখা জাহাজগুলি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
বুলবুলের প্রভাবে শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহরে। শনিবার সকালেও সেই বৃষ্টি মাথায় নিয়েই ঘুম ভেঙেছে কলকাতার। একনাগাড়ে হয়ে চলেছে বৃষ্টি। ক্রমেই ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। এই অবস্থায় শুনশান কলকাতার পথঘাট। শুক্রবার রাত থেকেই ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে বাবুঘাটে। বাবুঘাটে নোঙর করে রাখা জাহাজগুলি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। শনিবার সন্ধ্যায় সাগরদ্বীপের কাছে আছড়ে পড়তে পারে বুলবুল বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। দুর্যোগ ঠোকাতে আগে থেকেই আটঘাঁট বেঁধেছে প্রশাসন। প্রস্তুত বিপর্যয় মোকাবিল বাহিনীও। এদিকে বুলবুলের তাণ্ডবের আশঙ্কায় ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হল দমদম বিমানবন্দর। ইতিমধ্যে কলকাতা শহরে গাছ পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।