সোমবারের পর মঙ্গলবারেও বহাল থাকল পড়ুয়াদের বিক্ষোভ। পড়ুয়াদের বিক্ষোভে ফের উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়। এদিন বিক্ষোভে সামিল হন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও। বিশ্ববিদ্যালয়ের গেট খোলার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।
সোমবারের পর ফের মঙ্গলবারও কলকাতা ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের সাথে আজকে সামিল বিশ্ববিদ্যালয়এর কর্মচারীরা ফলে আজ ও জটিলতা ইউনিভার্সিটি তে, একদিকে গেট বন্ধ হলে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন কাজকর্ম আটকে গেছে পাশাপাশি বেশকিছু কর্মচারী তারা অফিসে ঢুকতে না পেরে বিক্ষিপ্ত হয়ে উঠেছে, দাবি একটাই অবিলম্বে উনিভার্সিটির গেট খুলতে হবে পাশাপাশি পুলিশ ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের গাজোয়ারি মনোভাব ত্যাগ করতে হবে। প্রসঙ্গত, সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের দিন স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর কোর্স গুলোতে সিট সংখ্যা বাড়ানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সংশ্লিষ্ট বিষয়ে তারা উপাচার্যের সাথে কথা বলতে চাইলে প্রথমে তাদেরকে বলা হয় তাদের দুজন প্রতিনিধির সাথে কর্তপক্ষ কথা বলবে, কিন্তু পরবর্তীতে পুলিশ বাহিনী এসে ছাত্রছাত্রীদের জোরপূর্বক সেখান থেকে সরানোর চেষ্টা করে, পুলিশ এবং ছাত্রছাত্রী দের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশ পরে উপাচার্যকে সেখান থেকে বেরোতে সাহায্য করে। পাশাপাশি, কর্তৃপক্ষের তরফে কোনরকম আশ্বাস দেওয়া হয়না। এমনটাই দাবি বিক্ষোভরত ছাত্রছাত্রীদের। গত প্রায় সাতদিন ধরে তারা এই দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে এলেও কোনো লাভ হয়নি। এবছর অনলাইন পরীক্ষা হওয়ায় পাশের হার বেড়েছে, কিন্তু স্নাতকোত্তরের সিট সংখ্যা এখনও পর্যন্ত সীমিত রাখা হয়েছে, এই কারণেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে।