স্নাতকোত্তর কোর্সগুলিতে সিট সংখ্যা বাড়ানোর দাবিতে বিক্ষোভ। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে চলতে থাকে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের গেটে সামনে বসে পড়ে ছাত্র-ছাত্রীরা। পুলিশ বাহিনী এসে ছাত্র-ছাত্রীদের সরানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের দিন স্নাতক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা স্নাতকোত্তর কোর্স গুলিতে সিট সংখ্যা বাড়ানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সংশ্লিষ্ট বিষয়ে তারা উপাচার্যের সঙ্গে কথা বলতে চাইলে প্রথমে তাঁদেরকে বলা হয় তাঁদের দুজন প্রতিনিধির সঙ্গে কর্তপক্ষ কথা বলবে, কিন্তু পরবর্তীতে পুলিশ বাহিনী এসে ছাত্রছাত্রীদের জোরপূর্বক সেখান থেকে সরানোর চেষ্টা করে। পুলিশ এবং ছাত্রছাত্রীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। উপাচার্য কলেজের মধ্যেই আটকে পড়েন। পুলিশ পরে উপাচার্যকে সেখান থেকে বেরোতে সাহায্য করে। বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বসে পড়ে চলতে থাকে বিক্ষোভ। পাশাপাশি, কর্তৃপক্ষের তরফে কোনওরকম আশ্বাস দেওয়া হয়নি বলে দাবি বিক্ষোভরত ছাত্রছাত্রীদের। গত প্রায় সাতদিন ধরে তারা এই দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে এলেও কোনো লাভ হয়নি। এবছর অনলাইন পরীক্ষা হওয়ায় পাশের হার বেড়েছে, কিন্তু স্নাতকোত্তরের সিট সংখ্যা এখনও পর্যন্ত সীমিত রাখা হয়েছে, এই কারণেই সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। আর সেই কারণেই এদিন তাঁরা বিক্ষোভ দেখান।