বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনার শিকার হন আকাশ
ঘটনাস্থল থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
রূপা গঙ্গোপাধ্যায় নিয়েই পুলিশে খবর দেন
গাড়ি দুর্ঘটনা অ্যাক্ট-এ মামলা দায়ের আকাশের বিরুদ্ধে
বৃহস্পতিবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায়। গাড়ির গতিবেগ ছিল প্রায় ১০০ কিলোমিটারেরও বেশি। মুহুর্তে তা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা একটি বাড়ির পাঁচিলে। গাড়ির সামনের অংশ দুমরে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার জেড়ে গুরুত্বর আহত হন আকাশ মুখোপাধ্যায়।
গল্ফ গার্ডেনের কাছে ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলেই আকাশের প্রতি ক্ষোভ উগরে দেয় স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে প্রায়সই আকাশ মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালায়। স্থানীয় বেশ কিছু শিশু ওই স্থানেই নিয়মিত খেলাধূলা করে। যার ফলে বেজায় চিন্তায় থাকেন স্থানীয়বাসিন্দারা। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৭৯/৪২৭, ১৮৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।