নারদা কাণ্ডে আরও চাপে পড়লেন বিজেপি নেতা মুকুল রায়। এবার মুকুলের ফ্ল্যাটে হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ দিন সকালে কলকাতায় মুকুল রায়ের ফ্ল্যাটে হানা দেন সিবিআই গোয়েন্দারা। নারদা কাণ্ডে ধৃত আইপিএস কর্তা এসএমএইচ মির্জাকে নিয়ে মুকুল রায়ের ফ্ল্যাটে হানা দেয় তাঁরা। সূত্রের খবর, ওই ফ্ল্যাটেই তিনি সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের থেকে পাওয়া নগদ টাকা মুকুল রায়কে দিয়েছিলেন বলে সিবিআই-কে জানিয়েছেন মির্জা। সেই কারণেই এ দিন ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় সিবিআই।