গত বুধবার বিকেলে মা উড়ালপুলের উপরে ভয়াবহ বাইক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল। ওই দুর্ঘটনায় বাইকের পিছনের আসনে বসে থাকা এক ব্যক্তি উড়ালপুল থেকে ছিটকে চল্লিশ ফুট নীচে পড়ে মারা যান। প্রচণ্ড গতিতে থাকা বাইকটি সায়েন্স সিটির দিক থেকে পিটিএস ক্রসিংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা মারে। তারই অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়েন পিছনের আসনে থাকা আরোহী। সেতুর দেওয়াল টপকে নীচের রাস্তায় পড়েন তিনি। এসএসকেএম হাসাপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
বাইকটি যিনি চালাচ্ছিলেন, বেহালার বাসিন্দা উত্তম ঘোষালও গুরুতর আহত হন। ৪৬ বছর বয়সি উত্তমবাবুর মুখে এবং পায়ে আঘাত লাগে। বাইকটি কতটা বেপরোয়া গতিতে ছুটছিল, সিসিটিভি ফুটেজেই তা পরিষ্কার।