রাজ্যে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিবস। স্বামীজির ১৬০ তম জন্ম জয়ন্তী পালিত হল এবার। সিমলা স্ট্রিটে এদিন ছিল বিশেষ অনুষ্ঠান। সকাল থেকেই সেখানে দেখা যায় রাজনৈতিক নেতৃত্বদের। সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রীও।
স্বামী বিবেকানন্দে-র ১৬০ তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের সিমলা স্ট্রিটের বিবেকানন্দের জন্মভিটেতে সকাল থেকেই শ্রদ্ধা নিবেদন করতে ভিড় জমান বহু মানুষ। সকাল থেকেই সেখানে রাজনৈতিক নেতৃত্বদের ভিড় দেখা যায়। সকালে সেখানে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। সেখানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এদিন দুপুর তিনটে নাগাদ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ ইনস্টল হাউস এন্ড কালচারাল সেক্রেটারি স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজের সঙ্গে বার্তালাপ করেন। মুখ্যমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে এদিন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল সেখানে। শুধু সিমলা স্ট্রিটেই নয় রাজ্যের একাধিক জায়গায় স্বামীজির জন্মজয়ন্তী এদিন পালিত হয়। বেলুড় মঠ থেকে শুরু করে রাজ্যের নানান প্রান্তে এই বিশেষ দিন পালিত হয়।