করোনা রুখতে তৎপর প্রশাসন। ফের কোভিড বিধিনিষেধ জারি রাজ্যে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর নির্দেশ নবান্ন-র। '৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানো সম্ভব নয়', এমনটাই জানাচ্ছে ট্রেনের যাত্রীরা।
করোনা রুখতে তৎপর প্রশাসন। ফের কোভিড বিধিনিষেধ জারি রাজ্যে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানো সম্ভব নয় বলেই মতামত রেলযাত্রীদের। সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখার প্রত্যেকটি লোকাল ট্রেনে ভিড়। অন্যান্য দিনের মতোই লোকাল ট্রেনগুলিতে চলছে বলেই জানাচ্ছেন নিত্যযাত্রীরা। তাছাড়াও তাঁদের অভিযোগ লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী রয়েছে এমন দেখার মতো কোন পরিকাঠামো নেই কোন স্টেশনে এমনকি ট্রেন চলাকালীনও। তবে সন্ধে সাতটায় লোকাল ট্রেন বন্ধ নিয়ে ক্ষোভ দেখাগেল যাত্রীদের মধ্যে। শপিংমল সিনেমাহল রাত্রি ১০টা পর্যন্ত খোলা থাকলেও রেল বন্ধ হয়ে যাবে ৭টার পর। কী করে নিত্যযাত্রীরা বাড়ি ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শপিংমলের কর্মীরা। একই অভিযোগ সরকারি কর্মীদেরও। সন্ধে সাতটায় ছুটি হওয়ার পর তারা কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় সকলে।