লক্ষ্মী পূজোর সকালে কেষ্টপুর বাগজোলা খাল থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। বাগুইআটি থানার পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ। মৃতদেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেষ্টপুর বাগজোলা খালের ৭ নম্বর লোহাপুলের তলা মৃতদেহটি দেখতে পাওয়া যায়। স্থানীয়রাই প্রথম দেখতে পায় মৃতদেহটি। মত দেহটি দেখতে পেয়ে তারা বাগুইআটি থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দুখী। তিনি স্থানীয় এলাকারই বাসিন্দা ছিলেন। ওই এলাকায় রিক্সা চালাতেন তিনি। প্রাথমিক তদন্তে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেই, পুলিশ সূত্রে খবর। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করেই ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।