সকাল থেকে ভবানীপুর থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখাল ভবানীপুরের তৃতীয় লিঙ্গের মানুষরা। তাদের অভিযোগ, বাংলাদেশ থেকে আসা কিছু ছেলে তাদের মত সেজে তাদের এলাকা দখল করছে। মস্তান দিয়ে তাদের মারধর করাচ্ছে, অত্যাচার করছে। বেশ কয়েকদিন ধরে থানায় অভিযোগ করা সত্বেও পুলিশ কোনরকম পদক্ষেপ নিচ্ছে না, বলেও তারা জিনিয়েছেন। তাই মঙ্গলবার সকালবেলা বাধ্য হয়ে তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে ভবানীপুর থানার ওসির আশ্বাসে ঘেরাও ওঠে।