পার্ক শো হাউস সিনেমা হলে বিধ্বংসী আগুন। প্রজেক্টরুমের পাশেই আগুন লেগে যায়। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। মল্লিকবাজার বাজার পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। দমকলের মোট ছটি ইঞ্জিন আগুন নেভাতে কাজ শুরু করে।
পার্ক শো হাউস সিনেমা হলে বিধ্বংসী আগুন। প্রজেক্টরুমের পাশেই আগুন লেগে যায়। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। মল্লিকবাজার বাজার পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। দমকলের মোট ছটি ইঞ্জিন আগুন নেভাতে কাজ শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন লাগার ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে আগুন লাগে তাও এখনও জানাযায়নি। আগুন লাগার ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। আগুন লাগার সময় সিনেমা হলটি বন্ধই ছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলেই জানান দমকলকর্মীরা।