কৃষি বিলের প্রতিবাদে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ। একরকম উত্তপ্ত হয়ে রয়েছে এখন ভারত। মঙ্গলবার সেই কৃষি বিল বাতিলের দাবিতেই ভারত বন্ধ ডাকে কৃষক সংগঠনগুলি। কৃষি আইন বাতিল, কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবি নিয়েই তারা এই বন্ধ ডাকে। আর সেই বন্ধকে সমর্থন করেই দেশের একাধিক জায়গায় চলে বিক্ষোভ। বনধের প্রভাব ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার রোড অবরোধ করে সিপিএম কর্মীরা। বেহালা ট্রাম ডিপোতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ। পুলিশ অবরোধ তুলতে গেলে বচসা বাধে পুলিশের সঙ্গে। পরে বচসা থেকে হাতাহাতিতে পৌঁছায় ঝামেলা। পুলিশ কে লক্ষ করে ইট ছুঁড়তে থাকে অবরোধকারীরা।