সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে বিজেপি-র লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড কলকাতায়। বিজেপি-র কর্মী সমর্থকদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেষ। জল কামান ব্যবহার করেও বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। পাল্টা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা, কর্মী অসুস্থ হয়ে পড়েন। ঘটনার জেরে গোটা উত্তর এবং মধ্য কলকাতা স্তব্ধ হয়ে যায়। শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে যাওয়ার পথও কার্যত স্তব্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বেলা আড়াইটে নাগাদ লালবাজার অভিযান সমাপ্ত করে বিজেপি। তার পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিন দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক উক্তি করলেন, বললেন বাংলাকে গুজরাট বানাতে চান। কর্মসংস্থানের জন্যেই বাংলাকে গুজরাট হতে হবে। মমতার সরকারকে ব্যর্থ বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও