নতুন বছরের সকালে নিউটাউন ইকোপার্কে দিলীপ ঘোষ। প্রতি দিনের মত প্রতঃভ্রমণ করতে সেখানে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই সকলের উদ্দেশে শুভেচ্ছা বার্তা জানালেন তিনি। সেখান থেকেই তিনি বলেন নতুন বছর কাটুক ভালো চারিদিকে ফুটুক আলো জানালেন নববর্ষ মঙ্গলময় হোক। নতুন পৃথিবী ও নতুন দেশ গড়ারও ডাক দিলেন তিনি। সেই সঙ্গেই তাঁর কথায় উঠে এল নানা রাজনৈতিক মন্তব্যও।