যোগদান সম্পন্ন হতেই সাড়ম্বরে ঘোষণা মমতার, 'জয়প্রকাশ সহ-সভাপতি, আর তন্ময় সাধারণ সম্পাদক'

মমতার উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসে জয়প্রকাশ। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তন্ময় ঘোষও । নারী দিবসের অনুষ্ঠানে দুজনের এই যোগদান। জয়প্রকাশ বিজেপি দলে ছিলেন না, বললেন সুকান্ত মজুমদার। জয়প্রকাশকে দল সাসপেন্ড করেছিল- সুকান্ত মজুমদার। বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির অন্তদ্বন্দ্ব প্রকাশ্যে । জয়়প্রকাশ-সহ বহু রাজ্য নেতাকে নিস্ক্রিয় করার অভিযোগ। ক্রমশই জয়প্রকাশের সঙ্গে দূরত্ব বাড়ছিল বিজেপি-র। 
 

আঁচ পাওয়া গিয়েছিল অনেক দিন আগে থেকেই। রাজ্য বিজেপি (State BJP) নেতৃত্বের সঙ্গে তাঁর বিবাদ কিছুতেই মিটছিল না। এমনকী, নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যেও মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। আর এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। মঙ্গলবার জয়প্রকাশ মজুমদার একেবারে তৃণমূলের নজরুল মঞ্চের মিটিংয়ে উপস্থিত হন। সেখানেই মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। আর এদিন এই মঞ্চে দেখা গিয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও (Prashant Kishore)। শুরুটা হয়েছিল ফেব্রুয়ারিতে। সায়ন্তন বসুকে (Sayantan Basu) সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করেছিল বিজেপি। তখনই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন জয়প্রকাশ। এরপর একাধিকবার তিনি নানাভাবে দলকে বুঝিয়েছেন তাঁর বিরোধিতার কথা। কখনও টুইট করে আবার কখনও রাজ্যপাল ও রাজ্যের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে রাজ্যের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল তাঁকে। আবার কখনও দলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে পিকনিকেও অংশ নিয়েছিলেন। তবে সেটা একবার নয় একাধিকবার। তারপর থেকেই তাঁর সঙ্গে দলের একটু একটু করে দূরত্ব বাড়ছিল।

04:17Kolkata Waqf Protest: খোদ কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খোলালেন ওয়াকফ আন্দোলনকারীরা, ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু04:48চাকরিহারাদের বিরদ্ধেই পুলিশের জোড়া মামলা, ক্ষোভ উগড়ে চরম হুঁশিয়ারি রুদ্রনীলের06:36'আপনি চুরি করবেন আর দোষ হবে যে চোর ধরবে তাঁর?' প্রশ্ন তুলে মমতাকে বেলাগাম আক্রমন অভিজিতের09:41SSC Case : চালাকি ধরে ফেললেন! পথ খুঁজতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারাদের একাংশ10:28Sukanta Majumdar: 'মাননীয়া এটা ছোটছাট ভুল নয় এটা পাপ', মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন সুকান্ত মজুমদার03:46বিজেপির কালীঘাট চলো অভিযানে তুলকালাম, লকেটকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ06:34Suvendu Adhikari: 'আপনি যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে লড়ুন', মমতাকে খোঁচা শুভেন্দুর05:43Ram Navami Kolkata : মুক্ত হবেন চিন্ময় কৃষ্ণ! রামনবমীর মিছিলে বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ06:49যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামপুজো করলেন পড়ুয়াদের একাংশ, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার06:14Suvendu Adhikari: কেন যোগ্য অযোগ্য বাছাই করেন নি? এসএসসি ভবনে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, চাকরি বাতিলের দিনে ভাইরাল সেই ভিডিও