বুলবুলের জেরে জলস্ফীতি ঘটতে পারে গঙ্গাতেও। যার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেলা বাড়তেই বন্ধ করে দেওয়া হল কলকাতা এবং হাওড়ার মধ্যে ফেরি চলাচল। বাবুঘাট, ফেয়ারলি প্লেস, বাগবাজার, আহিরিটোলার মতো বিভিন্ন ঘাট থেকে হাওড়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবারই ফেরি চলাচল বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো কোনও ঝুঁকি না নিয়েই এ দিন সকাল থেকে বন্ধ রাখা হয় ফেরি পরিষেবা। শক্ত করে নোঙরে বেঁধে রাখা হয়েছে সমস্ত জলযানগুলিকে। অন্যদিকে বুলবুলের প্রভাবে এ দিন সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়াও। বুলবুলের তাণ্ডবের আশঙ্কাতেই এ দিন সকাল থেকেই কলকাতা এবং শহরতলির রাস্তাঘাটও অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা।