ফের কলকাতায় অগ্নিকাণ্ড। এ দিন বিকেলের দিকে ১৭১ নম্বর লেনিন সরণিতে একটি বহুতলে আগুনে লাগে। দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক গ্রাস করে এলাকাবাসীকে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দমকলের ছ'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি হোটেলে প্রথম আগুন লাগে। তবে ভিতরে কেউ আটকে নেই। প্রথমে হোটেলের দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তার পরেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনার জেরে লেনিন সরণীর ব্যস্ত রাস্তায় যান চলাচল আটকে যায়। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এলাকায় পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।