পরিবেশ দফতরের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে নিউটাউনে দেদার চলছে জঙ্গল পোড়ানোর কাজ। কোথায় পুলিশের নজরদারি, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই আগুন লাগানোর ফলে ধোঁয়ায় ভরে গেছে গোটা এলাকা। পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গত পাঁচ তারিখের পর ফের নিউটাউন-এর কদমপুকুরের কাছে একটি পাঁচিল দেওয়া জায়গায় জঙ্গল জ্বালিয়ে দেওয়া হয়।
পরিবেশ দফতরের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে নিউটাউনে দেদার চলছে জঙ্গল পোড়ানোর কাজ। কোথায় পুলিশের নজরদারি, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই আগুন লাগানোর ফলে ধোঁয়ায় ভরে গেছে গোটা এলাকা। পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গত পাঁচ তারিখের পর ফের নিউটাউন-এর কদমপুকুরের কাছে একটি পাঁচিল দেওয়া জায়গায় জঙ্গল জ্বালিয়ে দেওয়া হয়। তবে জঙ্গলে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। প্রশ্ন উঠছে, পরিবেশ দফতরের নির্দেশিকার পরেও কেন পুলিশ-এর নজরদারি নেই। বারবার নিউটাউনে এই ভাবে জঙ্গলে আগুন লাগছে। তা সত্ত্বেও কেন কেউ ধরা পড়ছে না।