বেহালায় ভর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে আতঙ্ক ছড়াল এলাকায়। বেহালার শ্যামা পল্লিতে শুক্রবার সন্ধ্যায় আচমকাই দোতালার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। আগুন লাগা বাড়ির লোকসজনও প্রথচমে ঠাহর করতে পারেননি। কারণ ঘটনার সময় দোতালার ওই ঘরে কেউ ছিল না। মুহূর্তের মধ্যে দোতালার ঘর গল গল করে ধোঁয়া বের হতে থাকে। আগুন ঘরময় ছড়িয়ে পড়তেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ২ ঘণ্টা ধরে নিরন্তর জল ছেটানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। মনে করা হচ্ছে ধূপকাঠি থেকে আগুন লাগে ঘরটিতে। ঘরের কাছেই দুটি ভর্তি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। ফলে বিপদ আরও ভয়ানক হতে পারত বলেই মনে করা হচ্ছে।