সল্টলেক-এর রাস্তায় সাইকেল নিয়ে সুজিত বসু। মঙ্গলবার এমনই ছবি দেখা গেল সল্টলেকে। এদিন তিনি ই-সাইকেল শোরুমের উদ্বোধন করেন। সল্টলেকের এই ব্লকে উদ্বোধন হয় শোরুমটির।
মঙ্গলবার সল্টলেকে এই ব্লকে উদ্বোধন হল হিরো ইলেক্ট্রো ই-সাইকেলের শোরুমের। ফিতে কেটে ই- সাইকেল শোরুমের উদ্বোধন করলেন সুজিত বসু। এদিনই সল্টলেক-এর রাস্তায় সাইকেল চালাতেও দেখা গেল দমকলমন্ত্রী সুজিত বসুকে। সাইকেল চালানো নিয়ে সুজিত বসু বলেন, ছোটবেলায় অনেক সাইকেল চালিয়েছি, আজকে অনেকদিন পরে সাইকেল চালিয়ে ভালো লাগল।' মঙ্গলবার প্রথমে সুজিত বসু ফিতে কেটে উদ্বোধন করেন ই-সাইকেল শোরুমটির। সুজিত বসু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন, শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য সহ আরও অনেকে। এই শোরুম-এর কর্ণধার সুবল ঘোষ জানান যে, 'এই সাইকেলের সাহায্যে খুব কম খরচে দ্রুত যেকোনও জায়গায় পৌঁছে যাওয়া যাবে। এই সাইকেল দাম শুরু ৩০ হাজার টাকা থেকে। ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ থেকে ৫৫ হাজারের মধ্যে বিভিন্ন দামের সাইকেল রয়েছে এখানে।