দীপাবলির আগে এবার কলকাতা শহরের মোট ৫টি জায়গা ময়দান, টালা, যাদবপুর, বড়বাজার ও বেহালায় বসতে চলেছে বাজি বাজার। তার আগেই টালা পার্কে হয়ে গেল আতসবাজি পরীক্ষা। প্রতিবছরই দীপাবলির আগে এই পরীক্ষা হয় টালা পার্কে। ৫টি বাজি বাজার থেকেই আনা হয়েছিল বাজি। মোট ৩৪ ধরণের বাজি পরীক্ষা করা হয়। আগেই ১০৫ ধরণের বাজির উপর নিষেধাজ্ঞা রয়েছে রাজ্যে। পরীক্ষা হওয়া ৩৪ রকমের বাজির মধ্যে যেগুলি উত্তীর্ণ হতে পারবে না তাদের উপরও বসবে নিষেধাজ্ঞা। এই বিষয়ে নজরদারি চালাতে দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সঙ্গে মিলে বিশেষ টিম করতে চলেছে কলকাতা পুলিশ।
দীপাবলির আগে এবার কলকাতা শহরের মোট ৫টি জায়গা ময়দান, টালা, যাদবপুর, বড়বাজার ও বেহালায় বসতে চলেছে বাজি বাজার। তার আগেই টালা পার্কে হয়ে গেল আতসবাজি পরীক্ষা। প্রতিবছরই দীপাবলির আগে এই পরীক্ষা হয় টালা পার্কে। ৫টি বাজি বাজার থেকেই আনা হয়েছিল বাজি। মোট ৩৪ ধরণের বাজি পরীক্ষা করা হয়। আগেই ১০৫ ধরণের বাজির উপর নিষেধাজ্ঞা রয়েছে রাজ্যে। পরীক্ষা হওয়া ৩৪ রকমের বাজির মধ্যে যেগুলি উত্তীর্ণ হতে পারবে না তাদের উপরও বসবে নিষেধাজ্ঞা। এই বিষয়ে নজরদারি চালাতে দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সঙ্গে মিলে বিশেষ টিম করতে চলেছে কলকাতা পুলিশ।