কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনার একমাস পর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যোগ দেন তিনি। যদিও বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সংঘাত দেখা দিয়েছে বলে সূত্রের খবর।
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনার একমাস পর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে যোগ দেন তিনি। রাজ্যপালের আগমন ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থার আয়োজন করা হয়। যদিও বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সংঘাত দেখা দিয়েছে বলে সূত্রের খবর।
বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কোর্টের বৈঠকে সভাপতিত্ব করে আচার্য। তবে ইতিহাস বলছে, সাধারণত এই বৈঠকে আচার্য নিজে অংশগ্রহণ করেন না। এদিন সেই অভ্যাস ভেভে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকে যোগ দিলেন রাজ্যপাল