ফের রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত প্রকাশ্যে। রাজ্যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প কেন বাস্তবায়িত করা হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধানকড়। শুধু তাই নয়, স্বাস্থ্যকে রাজনীতির উর্ধ্বে রাখার বার্তা দিয়েছেন তিনি। এ রাজ্যে যে মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়িত করা হবে না, লোকসভার ভোটের আগেই তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের বদলে এ রাজ্যে স্বাস্থ্যসাথী নামে আলাদা একটি প্রকল্প চালু করেছে তিনি। রাজ্যপাল জগদীপ ধানকড়ের বক্তব্য, 'সারা বিশ্বে আয়ুষ্মান ভারত প্রকল্প স্বীকৃতি পেয়েছে। কিন্তু বাংলার মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে ঠিক নয়। কোন প্রকল্পের টাকা কোথায় আসছে, সেটা দেখার বিষয় নয়। মানুষের জন্য যে টাকাই আসুক না কেন, তার যথাযোগ্য ব্যবহার হওয়া উচিত।' তাঁর আরও বক্তব্য, 'এখানে সবকিছু নিয়েই রাজনীতি হয়। সবকিছুকে ছাপিয়ে গিয়েছে রাজনীতি। স্বাস্থ্যকে এর থেকে আলাদা রাখাই উচিত।' বস্তত, গত তিন মাসে তাঁর কাছে স্বাস্থ্য সংক্রান্ত তিন হাজার আবেদন জমা পড়েছে বলে দাবি করেছেন রাজ্যপাল জগদীপ ধানকড়।