ফের রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার নৈহিটক বিস্ফোরণ নিয়ে ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। আর শুক্রবার আরও একধাপ এগিয়ে এই বিস্ফোরণের পেছনে রাজনৈতিক মদত আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন ধনখড়।
ফের রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার নৈহিটক বিস্ফোরণ নিয়ে ট্যুইট করে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। আর শুক্রবার আরও একধাপ এগিয়ে এই বিস্ফোরণের পেছনে রাজনৈতিক মদত আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন ধনখড়। শুক্রবার সস্ত্রীক বাবুঘাটে এক অনুষ্ঠানে যান তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজ্ঞ সংস্থাকে দিয়ে করানোর পক্ষে জোরালো সওয়াল করেন রাজ্যপাল। রাজ্যে শান্তি রক্ষার পক্ষে এই ধরণের বিস্ফোরণ খুবই বিদপজনক। যারা এর থেকে আর্থিক সুবিধা পাচ্ছিল তাদের প্রকাশ্যে আনা দরকার বলে মত প্রকাশ করেন তিনি।