মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে সস্ত্রীক গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ খনখড়। মুখ্যমন্ত্রীর আপ্যায়ন করেছিলেন আত্নরিক ভাবে। মনে করা হয়েছিল মমতা প্রশাসনের সঙ্গে সম্পর্কটা বোধ এবার স্বাভাবিক হতে চলেছে রাজ্যের সাংবিধানিক প্রধানের। কিন্তু সেই সুসম্পর্ক বেশিদিন টিকল না। ফের রাজ্য সরকারকে খোঁচা দিলেন ধনখড়।
মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে সস্ত্রীক গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ খনখড়। মুখ্যমন্ত্রীর আপ্যায়ন করেছিলেন আত্নরিক ভাবে। মনে করা হয়েছিল মমতা প্রশাসনের সঙ্গে সম্পর্কটা বোধ এবার স্বাভাবিক হতে চলেছে রাজ্যের সাংবিধানিক প্রধানের। কিন্তু সেই সুসম্পর্ক বেশিদিন টিকল না। ফের রাজ্য সরকারকে খোঁচা দিলেন ধনখড়। রাজ্যে বিগত দিনের নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুললেন। সামনেই এরাজ্যে বিধানসভা উপনির্বাচন। রাজ্যপালের এই বক্তব্য সামনে আসতেই ফের তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যপালের বক্তব্যের সমর্থনে নেমেছে বিজেপি।