শিশু দিবসে সাংবাদিকের অস্বস্তিকর প্রশ্ন, যা শুনে সাবলীল উত্তর দিলেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। নেহরু না মোদী শিশুদের কাছে কে বেশি জনপ্রিয় বলতে গিয়ে বেশির ভাগ সময়ই শোনা গেল মোদী বন্দনা। কারও সঙ্গে তুলনা টানা উচিত না বলেও জওহরলাল নেহরুর কথা মুখে আনলেন না রাজ্যপাল।
শিশু দিবসে সাংবাদিকের অস্বস্তিকর প্রশ্ন, যা শুনে সাবলীল উত্তর দিলেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। নেহরু না মোদী শিশুদের কাছে কে বেশি জনপ্রিয় বলতে গিয়ে বেশির ভাগ সময়ই শোনা গেল মোদী বন্দনা। কারও সঙ্গে তুলনা টানা উচিত না বলেও জওহরলাল নেহরুর কথা মুখে আনলেন না রাজ্যপাল। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিশুদের প্রতি ভালোবাসা শুধু কথায় সীমাবদ্ধ থাকে না। তিনি বিদেশে গেলেও শিশুদের প্রতি তাঁর ভালোবাসা চোখে পড়ে। ভারতের মতো দেশে কখনও নেতাদের মধ্য়ে এই তুলনা টানা ঠিক নয়। বাংলাতেও বহু বরেণ্য নেতা জন্মেছেন। একজনের সঙ্গে অন্য জনের তুলনা টানা ঠিক হবে না।