সদ্যই রাজ্যপাল হয়ে বাংলায় এসেছেন। এরইমধ্যে জগদীপ ধানকড়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে পৌঁছেছে। প্রতিদিন কোনও না কোনও বিষয়ে রাজ্যপালের সঙ্গে সরকারের মতপার্থক্য সামনে চলে আসছে। বৃহস্পতিবার অবশ্য অন্য মেজাজে পাওয়া গেল রাজ্যপাল জগদীপ ধানকড়কে। এ রাজ্যের উৎসবে সামিল হলেন তিনিও। এবার কলকাতার তারাচাঁদ দত্ত স্ট্রিটের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কালীপুজো পঞ্চাশ বছরে পড়ল। বৃহস্পতিবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রীও। মা কালীর কাছে কী প্রার্থনা করলেন? রাজ্যপালের উত্তর, 'মা যেন সবার মঙ্গল করেন।' উদ্বোধনের পর রাজ্যপাল ও তাঁর স্ত্রীর হাতে স্মারক তুলে দেন পুজোর উদ্যোক্তারা।