মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ভাইফোঁটা নিতে চেয়েছিলেন। কিন্তু সেই ইচ্ছাপূরণ হয়নি। তবে নিজের বাড়ির কালীপুজোয় সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধানকড়কে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ রক্ষা করলেন রাজ্যপাল। রবিবার সন্ধে সস্ত্রীক কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির হন রাজ্যপাল জগদীপ ধনকড়। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। রাজ্যপাল হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে জগদীপ ধানকড়ের সঙ্গে রাজ্য সরকারের মতপার্থক্য প্রকাশ্যে চলেছে। রীতিমতো নাম করে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাল্টা দিয়েছেন রাজ্যপালও। এই আবহে রাজ্যপালের মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।