গত বৃহস্পতিবার যাদবপুর ক্যাম্পাসের ভিতরেই অসুস্থ হয়ে পড়েছিলেন উপাচার্য সুরঞ্জন দাস। ভর্তি করতে হয় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের সমস্যা থাকায় তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন রাজ্যপাল জগদীপ ধনকার।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবলু সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় একদল ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমে পরিস্থিত উত্তপ্ত হয়ে ওঠে। বাবুলের নিগ্রহের ঘটনায় তাণ্ডব চালায় এবিভিপি। বিশ্ববিদ্যালয়ে চরম অব্যবস্থা নিয়ে উপাচার্যকে ধমকাতে দেখা যায় বাবুলকে। আর এই অশান্তির মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়েন সুরঞ্জনবাবু। উপাচার্যের মত সহ -উপাচার্য প্রদীপকুমার ঘোষকেও ভর্তি করতে হয় হাসপাতালে।