চাকরি নিশ্চয়তার দাবিতে ধর্ণায় জিআরএস কর্মীরা। চুক্তিরত কর্মীদের বেতন বৃদ্ধি, ষাট বছর পর্যন্ত চাকরি ও নিশ্চিত পেনশনের দাবিতে এই বিক্ষোভ। এছাড়াও তাঁদের রয়েছে একাধিক দাবি, সেই দাবি তুলেই ধর্ণায় জিআরএস কর্মীরা। বুধবার রাণী রাসমণি অ্যাভিনিউতে চলল বিক্ষোভ। তাঁদের সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা। তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এমনটাই বলতে শোনা গেল তাঁদের।