বিধানসভা ভোটের আগে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এখন একরকম উত্তপ্ত রাজনৈতিক মহল। অন্যদিকে কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই শুভেন্দুর ওপর ক্ষোভ তৃণমূলের। এবার সেই শুভেন্দুর সভা ঘিরে ধুন্ধুমার হেস্টিংসে। বিজেপি অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। বিজেপি সাংসদরে গাড়ির সামনে শুয়ে পড়ে চলল সেখানে বিক্ষোভ। পাল্টা বিক্ষোভ দেখাতে ছাড়ল না বিজেপি কর্মীরাও। সেখানেই দু'পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়োগ হয় সেখানে।